কবিতা- 'কোন নামে ডাকবো তোমায়' -নরসিংদীর কথা-২১ অক্টোবর ২০০৩
কোন নামে ডাকবো তোমায়
মো. রহমত উল্লাহ্ (রানা ইশতিয়াক)
টইটম্বুর নদীর মতই
পরিপূর্ণ যৌবন তোমার
বৃষ্টিস্নাত যুগল গোলাপ
ফুটে আছে রেশম ছাপিয়ে।
অদূরে দাঁড়ালে মনে হয়
শাপলা ফুটা সকালের দীঘি
উষ্ণতা পেলেই মনোমেঘ
ঝরে পড়ে অঝর ধারায়।
টেলিফোনে কোকিলের গান
রাঙা ঠোঁটে হাসে কৃষ্ণচূড়া
এলোচুলে হার মানে মেঘ।
কোন নামে ডাকবো তোমায়
ঋতুরাণী, বর্ষা, না কি
ঋতুরাজ বসন্তই?#
[২২ সেপ্টেম্বর ২০০৩, পলাশ, নরসিংদী]
0 মন্তব্য(গুলি):