কবিতা- 'তুলনা চলে না' -নরসিংদীর কথা- ২২ জুলাই ২০০৩ এবং শীতলক্ষা- ০১
সেপ্টেম্বর ২০০৩
তুলনা চলে না
মো. রহমত উল্লাহ্ (রানা ইশতিয়াক)
মানুষেরা লুটে মানুষের ধন
পশুরা লুটে না।
স্বজাতিরে খুন মানুষেরা করে
পশুরা করে না।
প্রিয়জন ভাঙে আশা ভরা বুক
পশুরা ভাঙে না।
মানুষে মানুষ করে ধর্ষণ
পশুরা করে না।
একে অপরের স্বাধীনতা কাড়ে
পশুরা কাড়ে না।
মানুষেরা মনে বিদ্ধেষ পুষে
পশুরা পুষে না।...
এসব মানুষ এমন মানুষ
পশুর সাথেও তুলনা চলে না! #
[০৭ জুলাই ২০০৩, পলাশ, নরসিংদী।]


0 মন্তব্য(গুলি):