কবিতা- 'প্রথম দেখা' -আজকের কাগজ-২৬ অক্টোবর ২০০৩

প্রথম দেখা

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক)

বিনা মেঘে বিজলি ছোঁয়া

দু'জনারই চোখে চোখে

কাউকেই না বলা কথা

হয়ে গেলো এক পলকে!

 

প্রখর দুপুরে হলো

শুভ্র সকালের সূচণা

নিরবে পাল্টে গেলো

গদ্য জীবনের রচনা।

 

খুললেই যদি মনের দুয়ার

দিবেনা মন্ত্র পা বাড়াবার?

[২৫ মে ২০০৩, পলাশ, নরসিংদী]

IMG_20180425_132151_1
Previous Post
Next Post

0 মন্তব্য(গুলি):