বিবেক জাগ্রত গণপাঠ্য ছড়া- 'শহিদমিনার' -নরসিংদীর কথা- ০৫ নভেম্বর ২০০২

IMG_20180425_132004_5(বিবেক জাগ্রত গণপাঠ্য ছড়া)


শহিদমিনার
মো. রহমত উল্লাহ্‌


বীরবাঙলির রক্তে গড়া
বিজয় চিহ্ন এই মিনার
নির্যাতিতের শক্তি সাহস
যোগায় বাড়ায় বারেবার!


প্রতিবাদে প্রতিরোধে
মুখর হলে পাদদেশ
জনগণের সমর্থনে
গর্জে উঠে সারাদেশ!


এই মিনারে দেখে যারা
পূর্বসুরির পরাজয়;
বন্ধি করে, আড়াল করে
মনে মনে ভাঙতে কয়।


:ধ্বং করা সম্ভাবনা
সত্য জয়ের চেতনা!

Related Posts

0 মন্তব্য(গুলি):