একমুখী শিক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় যুক্ত থাকা আবশ্যক
মো. রহমত উল্লাহ্
এডুকেশন বাংলা, ০৩ ডিসেম্বর ২০২০
আগামী ২০২২ সাল থেকে কার্যকর হতে যাওয়া একমুখী শিক্ষায় মাধ্যমিক স্তরে (ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে) পাঠদানের জন্য এনসিটিবি যে দশটি কমন বা বাধ্যতামূলক বিষয় যুক্ত করার প্রস্তাব দিয়েছে সে গুলো নিম্নরূপ:
লক্ষণীয় যে উপস্থাপিত ছকে উল্লিখিত বাংলা, ইংরেজি, গণিত, জীবন ও জীবিকা, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা, ধর্ম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এই বিষয়গুলোর মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগের বিষয়াদি যুক্ত আছে বলে প্রতীয়মান হচ্ছে। কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগের (হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং) কোন বিষয় প্রত্যক্ষভাবে তো যুক্ত নেই-ই পরোক্ষভাবেও যুক্ত আছে বলে মনে হচ্ছে না। ‘জীবন ও জীবিকা’ বিষয়টিতে যদি ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় সীমিত পরিসরে যুক্ত থাকে তো ভালো, যদি না থাকে তো ভাবতে হবে। বর্তমান বিশ্বে উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য ব্যতীত টিকে থাকা অসম্ভব।
যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো গতিশীল করার জন্য ব্যাপক কর্মসংস্থান করা তথা ছোট-বড় উদ্যোক্তা তৈরি করা, কৃষি-শিল্প উৎপাদন বৃদ্ধি করা ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করা জরুরি; সেহেতু অন্যান্য বিভাগের বিষয়াদির মত ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কমন বা একমুখী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা আবশ্যক। এসব বিষয়ে পাঠদান করার জন্য মাধ্যমিক স্তরে নিয়োগকৃত ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষকগণই যথেষ্ট। নতুন করে বিষয় খোলার বা শিক্ষক নিয়োগ করার প্রয়োজন হবে না। বরং এসব বিষয় যুক্ত করা না হলে উল্লিখিত শিক্ষকগণ ওএসডি বা কর্মহীন হয়ে পড়বেন।
এমতাবস্থায় শিক্ষার্থী ও শিক্ষক উভয়কে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ জাতীয় অগ্রগতি আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ব্যবসায় শিক্ষা শাখার বিষয়সমূহ একমুখী শিক্ষার মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।
মো. রহমত উল্লাহ্: সাহিত্যিক, শিক্ষাবিদ এবং অধ্যক্ষ – কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, মোহাম্মদপুর, ঢাকা।
0 মন্তব্য(গুলি):