প্রাণময় প্রাণ
মো. রহমত উল্লাহ্ (রানা ইশতিয়াক)
গভীর রাতে থেমে গেলে ধরা
আর কোনদিন হবেনা সকাল
প্রাণের প্রগতি ফুরালে হবেনা
বিকশিত এই সূর্যের আলো
সাঙ্গ হবেই মাছেদের খেলা
বরফ কঠিন হয়ে গেলে পানি।
শান্তি শান্তি মুখে মুখে বলে
শান্তি ধ্বংসে ব্যস্ত সবাই!
মারণাস্ত্র ধারী পশুদের বুকে
নিশ্চই নেই প্রাণময় প্রাণ!
প্রাণের পরশে-
মরুভূমে জমে সবুজের মেলা
দৃষ্টি- কবিতা, পাথর- পুষ্প,
কথা হয় গান।
মানুষের চাই মানবতা ভরা
প্রাণময় প্রাণ।
[০৭ জুন ২০০৩, পলাশ, নরসিংদী]
0 মন্তব্য(গুলি):