কবিতা- 'বৃত্ত' -আজকের কাগজ-১০ আগস্ট ২০০৩

সংসার বৃত্ত

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক)

প্রতিদিন ঘুরে ঘুরে

একই ছাদের নিচে

আজীবন ঝুলে আছে

ইলেক্ট্রিক্যাল ফ্যান।

 

আমিও ঘুরে ফিরে

সেই একই বৃত্তে-

শৈশব কৈশোর

যৌবন দেহ-মন...!

মিথ্যে মায়ার জালে

জেনে শুনে ঘুরপাক;

মাকড়সার যেমন

স্বরচিত জালেতেই

হয় জীবন মরণ!#

১২ জুন ২০০৩, পলাশ, নরসিংদী।

IMG_20180425_132145_1_1
Previous Post
Next Post

0 মন্তব্য(গুলি):