প্রবন্ধ- 'ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে সুস্থ দেহে সুস্থ মন' -ইত্তেফাক- ২৫ জুন ২০১৪

IMG_20180425_152311_1

দৈনিক ইত্তেফাক
ঢাকা, বুধবার ২৫ জুন ২০১৪, ১১ আষাঢ় ১৪২১, ২৬ শাবান ১৪৩৫
ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে, সুস্থ দেহে সুস্থ মন
মো. রহমত উল্লাহ্
অধ্যক্ষ
কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, ঢাকা

ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে, সুস্থ দেহে সুস্থ মন। সুশিক্ষার জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা। এজন্যেই খেলাধুলাকে এখন শুধু সহপাঠই নয় কারিকুলামের অন্তর্ভুক্ত ও করা হয়েছে অর্থাত্ খেলাধুলা শিক্ষার অপরিহার্য অঙ্গ। খেলাধুলা ব্যতীত শিক্ষার পরিপূর্ণতা অসম্ভব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থকার জন্য প্রতিটি মানুষের বিশেষ করে শিশু-কিশোরদের প্রয়োজন নিয়মিত খেলাধুলা।

খেলাধুলার এই গুরুত্ব অনুধাবন করেই শিক্ষার্থীদের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে শারীরিক শিক্ষা নামে একটি পাঠ্যবিষয় কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে শহর কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে তেমন কোন আঙিনা বা খেলার মাঠ না থাকায় বাস্তবে এই ব্যবহারিক বিষয়টির চর্চা করার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে যাচ্ছে আবার কোথাও কোথাও উধাও হয়ে যাচ্ছে। ফলে আমাদের শহর কেন্দ্রিক শিক্ষার্থীরা চরমভাবে বঞ্চিত হচ্ছে খেলাধুলা তথা শারীরিক শিক্ষার অধিকার থেকে।

খেলাধুলা থেকে বঞ্চিত অনেকেই দিনদিন ঝুঁকে পড়ছে নানান রকম অপকর্মে। কেউ কেউ টেলিভিশন ও কম্পিউটারের সামনে বসে থেকে হয়ে উঠছে চরম অসামাজিক। নিয়মিত করছে না লেখাপড়া, নাওয়া-খাওয়া। ঘুমাতে যাচ্ছে না সঠিক সময়ে। জেগে উঠছে না সকাল বেলা। শারীরিক ও মানসিক ভাবে হচ্ছে না সুস্থ-সবল। ধারণ করছে না প্রয়োজনীয় ধৈর্য্য। মান্য করছে না বড়দের। আদর করছে না ছোটদের। লালন করছে না দায়িত্ব-কর্তব্যবোধ।

এইরূপ একটি বা দু'টি সন্তান নিয়ে ঘরে ঘরে উদ্ভিগ্ন থাকছেন মা-বাবা,

শুধু বই-খাতা আর ঘরোয়া খেলা দিয়ে সম্ভব নয় তাদের শারীরিক ও মানসিক বিকাশ। অবশ্যই খোলা জায়গায় সৃষ্টি করতে হবে তাদের খেলাধুলার সুযোগ। সচেতন মানুষ মাত্রই স্বীকার করবেন এই বাস্তবতা। অথচ আমরা প্রতিনিয়তই দখল বা জবর দখল করে নিচ্ছি আমাদের সন্তান ও শিক্ষার্থীদের প্রাপ্য আলো-বাতাসে খেলাধুলা করার প্রতিটি স্থান। এমনকি সরকারি সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মানের পরিকল্পনাতেও বিবেচনা করা হচ্ছেনা শিক্ষার্থীদের জন্য অতি প্রয়োজনীয় আলো-বাতাস ও খেলাধুলার স্থান সুরক্ষার এই গুরুত্বপূর্ণ বিষয়টি। অপরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ক্রমাগত বাড়িয়ে তোলা হচ্ছে আরো দমবন্ধ পরিবেশ। আমাদের সন্তানদের বৃহত্তর স্বার্থে কোনোভাবে মেনে নেয়া যায় না এই অবস্থা। এ ব্যাপারে সংশ্লিষ্টরা সুদৃষ্টি দিবেন আশা করি। তদুপরি আসুন আমরা সবাই মিলে সুরক্ষার চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদের জন্য অতি প্রয়োজনীয় আলো-বাতাস ও খেলাধুলার ন্যূনতম স্থান এবং সেইসাথে তাদেরকে উত্সাহিত করি খেলাধুলায়।
http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDZfMjVfMTRfMV8yOF8xXzE0MDU5Ng==
Previous Post
Next Post

0 মন্তব্য(গুলি):