(বিবেক জাগ্রত গণপাঠ্য ছড়া)
নৈরাজ্য
মো. রহমত উল্লাহ্
দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া
উঠছে কেবল উর্ধ্বে
সাধারণের ক্রয় ক্ষমতা
নয় নাগালের মধ্যে!
সন্ত্রাসীরা লাগাম ছাড়া
যা খুশি তাই করছে
প্রতিবাদ করতে গেলেই
টুঁটি চেপে ধরছে!
প্রতিপক্ষ খুনের শোয়
খুনীরা সব ব্যস্ত
চাঁদাবাজি করার কাজে
ক্যাডারেরা ন্যস্ত!
বিরোধীরা চাকরি হারায়
সরকারিদের ফন্দি?
অপরাধী ঘুরে বেড়ায়
প্রতিবাদী(?) বন্দী!
দুর্নীতি আর সজনপ্রীতি
চলছে নানা ক্ষেত্রে
অবশেষে মারামারি
হচ্ছে দলে- গোত্রে!
:মিষ্টি কথায় মগ্ন থেকে
ভুল হয়েছে জনতার
হাড়ে হাড়ে পাচ্ছে যে টের
মর্মটা কী সে কথার! //
[সংশোধিত- ২০১৭]
0 মন্তব্য(গুলি):