বিবেক জাগ্রত গণপাঠ্য ছড়া- 'নামকরণ' -নরসিংদীর কথা- ২৪ মে ২০০২

IMG_20180425_132017_4(বিবেক জাগ্রত গণপাঠ্য ছড়া)


নামকরণ


মো. রহমত উল্লাহ্‌


যখনই যে যায় ক্ষমতায়
তখনই সে নাম রেখে যায়


পিতার মাতার ভাবীর নামে
নিজের নেতার স্বামীর নামে


ইস্কুল কলেজ স্টেডিয়াম
বিমান বন্দর পার্ক উদ্যান
রাস্তা সংস্থা গোরস্থান (মাজার ?)!


এ্যভিনিউ হাসপাতাল
হোস্টেল সেতু নগর খাল
একাডেমি কারখানায়
সব খানেই নাম ঝুলায়!
যেই ক্ষমতা বদলে যায়
নাম সুনামও উল্টে যায়!


: কর্মে যদি না বাচে কেউ
নামে কি আর বাঁচা যায়?


(পরিমার্জিত- ২০১৭)

0 মন্তব্য(গুলি):