গান- পাথর পাথরে আগুন জ্বলে (কথা ও ভিডিও)

https://youtu.be/km5f9qkKfDY

<আধুনিক গান>


 পাথরে পাথরে আগুন জ্বলে।


আদরে আদরে পাথর গলে।।


 


মনেহয় কাটে না দিন


সবকিছু হয়যে কঠিন-


দু'জনার দু’টি মন কঠিন হলে।


পাথরে পাথরে আগুন জ্বলে।


 


রাতকেও মনেহয় দিন


সবকিছু হয়যে রঙিন-


দু’জনার দু’টি মন কোমল হলে।


আদরে আদরে পাথর গলে।।


 


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


০১৭১ ১১ ৪৭ ৫৭ ০


[০২ জুন ২০০৪। 


পলাশ থেকে মতলব যাওয়ার পথে।]


Related Posts

0 মন্তব্য(গুলি):