গান- চলেযায় দিন প্রতিদিন

দেশের গান


 


চলে যায় দিন প্রতিদিন


অতীতের অতল তলায়!


প্রতিদিন রেড়ে যায় ঋণ


জীবনের পাতায় পাতায়। ।।


 


বাতাসের কাছে দেনা আছে


সাগরের কাছে ঋণ আছে।


পাওনা আছে আমার কাছে


পদ্মা মেঘনা সুরমা যমুনায়। ।।


 


ভোরের পাখির কাছে


সোনালি চাঁদের কাছে


জানা-অজানায় কত-


বাড়ছে দেনা, বাড়ছে দেনা।।


[ (অথবা)


কতশত ঋণ, যায়না জানা


জানা-অজানায় বাড়ছে দেনা


বাড়ছে দেনা, বাড়ছে দেনা! ]


 


সূর্যের কাছে দেনা আছে


ফসলের মাঠে ঋণ আছে।


পাওনা আছে আমার কাছে


ঝরনা পাহাড় নদী মোহনায়। ।।


 


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


০১৭১ ১১ ৪৭ ৫৭ ০

0 মন্তব্য(গুলি):