গান- এই হাতে রেখে হাত

 <আধুনিক গান>


 


এই হাতে রেখে হাত


একটি গোলাপ দিয়েছো।


দিলে ফুল, নিলে মন


তুমি কি সে কথা জেনেছো?॥


 


গোলাপের রং এসে লাগলো মনে


(এ) হৃদয় বীণা তাই মাতলো গানে।


গানে গানে মনে প্রাণে


সুরের মাধুরী মেখেছো। ॥


 


সোহাগের সেই ক্ষণ যায় না ভোলা


মধুময় মনে হয় জীবন ভেলা।


চোখে চোখে রেখে চোখ


সুখের ঠিকানা বলেছো। ॥


 


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


+৮৮০১৭১ ১১ ৪৭ ৫৭ ০


[রচনা- ১৩ ফেব্রুয়ারি ১৯৯০। 


ভেড়ামাড়া, সবুজ পাহাড়, নরসিংদী। ]

0 মন্তব্য(গুলি):