এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের জন্য পরামর্শ
মো. রহমত উল্লাহ্
দৈনিক ইত্তেফাক, ০১ আগস্ট ২০২৫
প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সমবেদনা। হ্যাঁ, অবশ্যই শুভেচ্ছা, অর্থাৎ শুভ ইচ্ছা তোমাদের জন্য। শুভেচ্ছা বা শুভকামনা তো তোমাদের জন্যই বেশি প্রয়োজন। মন খারাপ করো না, হতাশায় নিমজ্জিত হয়ো না, জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারো তিরস্কারে কান দিও না। আবেগকে নিয়ন্ত্রিত কর, বিবেককে জাগ্রত কর। জীবন অনেক দীর্ঘ ও মূল্যবান। অগণিত পরীক্ষায় ও সম্ভাবনায় ভরপুর মানুষের জীবন। আনুষ্ঠানিক শিক্ষার একটি প্রচলিত পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা মানে জীবন ব্যর্থ হয়ে যাওয়া নয়। কৃতকার্য হওয়ার অর্থ হচ্ছে কোন কাজে সফল হওয়া। মানুষের সফল হওয়ার ক্ষেত্র অনেক বিস্তৃত।
নিজের ভুলগুলো চিহ্নিত করো, সংশোধনের জন্য প্রতিজ্ঞা করো, পরিকল্পনা করো, বাস্তবায়ন করো। নিয়মিত ক্লাসে যাও, শিক্ষকগণের সহযোগিতা নাও। কাউকে দোষারোপ করো না। সমস্যা থাকবেই, প্রতিকূলতা থাকবেই। সৎ সাহস নিয়ে এগিয়ে যাও, প্রতিকূলতা মোকাবিলা করো। পিতা-মাতাকে সম্মান করো। পিতা-মাতার শাসনকে কল্যাণ মনে করো। রাগ-অভিমান করো না। মনে রেখো, যে তোমার কল্যাণ চায়, সেই তোমার মন্দে মন খারাপ করে, তোমাকে উপদেশ দেয়, বকাবাদ্য করে। এর গভীরে জমা থাকে অনেক আদর। ধৈর্য বৃদ্ধি করো, নিজেকে পরিশুদ্ধ করো, দৃঢ় পায়ে এগিয়ে যাও। এবার উত্তীর্ণ হলে যে ফলাফল করতে, আগামীবার এর চেয়ে ভালো ফলাফল করে উত্তীর্ণ হও। তবেই জিতে যাবে তুমি। জিতে যাবে তোমার শিক্ষক, অভিভাবক।
যারা কোন কারণে পুনরায় এসএসসি বা সমমান পরীক্ষা দিতে পারবে না তাদেরও হতাশ হবার কিছু নেই। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে তোমরাও হতে পারো সফল। ছয় মাসেই নিতে পারো কুকিং, টেইলারিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, এসি-ফ্রিজ রিপেয়ার, মোবাইল ফোন সার্ভিসিং, হেয়ার কাটিং, কম্পিউটার বা গ্রাফিক ডিজাইন, গাড়ি মেরামত, নির্মাণ, কৃষি ও পশুপালন ইত্যাদি প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণ উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে বিনা খরচে বা স্বল্প খরচে দেওয়া হয়। প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারো দেশে ও বিদেশে। উদ্যোক্তা হয়ে গড়ে তুলতে পারো নিজের প্রতিষ্ঠান। করতে পারো নিজের ও অন্যের কর্মসংস্থান। ছোট থেকে তোমার প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে অনেক বড়। এর পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বয়সে দিতে পারো এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং নিতে পারো উচ্চশিক্ষা। আবার ভিন্ন ভাষা শিখে প্রায় বিনা খরচে চলে যেতে পারো বিদেশে। উপার্জন করতে পারো অনেক অর্থ। দেখবে, একদিন যারা তিরস্কার করেছিল, তারাই বাহবা দিবে, ভালোবাসা দিবে, পুরস্কার দিবে।
ভালো করার ইচ্ছা রাখো, সর্বাধিক চেষ্টায় থাকো, সঠিক পথে এগিয়ে যাও; অবশ্যই ভালোভাবে উত্তীর্ণ হবে পরবর্তী পরীক্ষায় বা প্রশিক্ষণে। এর পাশাপাশি জয়ী হও এ+ মানুষ হবার পরীক্ষায়। সৎ হও, নীতিবান হও, বিবেকবান হও, পরিশ্রমী হও, মানুষের কল্যাণে নিবেদিত হও। তবেই তুমি হবে অধিক কৃতকার্য।
লেখক: অধ্যক্ষ, শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক
পত্রিকার লিংক:
https://epaper.ittefaq.com.bd/m/471335/688b78e5e26fb
[লেখাটি ভালো লাগলে শেয়ার করে অকৃতকার্য শিক্ষার্থীদের উপকৃত করতে পারেন]
0 মন্তব্য(গুলি):