বীর বাঙালির ঐতিহ্য
মো. রহমত উল্লাহ্
১
পান্তাভাত আর মরিচ পোড়া
গামছা-ডুমা পোশাক পরা
ঐতিহ্য কে বলেছে?
এমনতরো খাওয়া পরা
দিনে রাতে খেটে মরা
সখ করে কেউ করেছে?
বেত্রাঘাতে শুয়ে পড়ে
জমিদারের শুলে চরে
বাপ দাদারা মরেছে!
ঘটাকরে এসব করায়
অক্ষমতা তুলে ধরায়
গৌরবের কী রয়েছে?
আমাদের সব কেড়ে নিয়ে
জরির জামা গায়ে দিয়ে
পোলাও সরাব গিলতো যারা;
কেড়ে নিয়ে মুখের ভাষা
কবর দিয়ে মনের আশা
অট্টহাসি হাসত যারা;
টের পেয়েছে ঠিকই তারা
কেমন জাতি বাঙালিরা!
২
জীবন দিয়ে শত্রু তাড়াও
অত্যাচারি রুখে দাঁড়াও
ধরে রাখো সম্প্রীতি
কায়েম করো ন্যায়নীতি
মান্য করো গুরু জনে
মন খুলে দাও আপ্যয়নে
মাছে-ভাতে এদেশ ভরো
শুভ্র শালীন পোশাক পরো
দেশি পিঠা চিড়া মুড়ি
খেয়ে করো বাহাদুরী
বাংলা সুরে ধরো গান
সজীব করো দেহ-প্রাণ
তাই বাঙালির ঐতিহ্য।
শুভশিক্ষা গ্রহণ করো
পূর্ণদমে কর্ম করো
বাড়াও জাতির সৌন্দর্য্য।<
[প্রথম প্রকাশ- ২০০২ খ্রি.]
0 মন্তব্য(গুলি):