গান- বারো মাসে বারো বার সাজে

গান- বারো মাসে বারো বার সাজে

<দেশের গান>


বারো মাসে বারো বার


সাজে বাংলাদেশ


রূপে-গুণে ভরে মন


দেখি অনিমেষ।।


বৈশাখে ঝড় হয়, জৈষ্ঠ্যে ফল


আষাঢ়ে রিমঝিম, শ্রাবনে ঢল।


গ্রীষ্ম শেষে বনান্তে


বর্ষা নামে বেশ।।


ভাদ্রে তাল পাকে, আশ্বিনে পান


কার্তিকে টিপ টিপ, অগ্রাণে ধান।


শরত শেষে হেমন্তে


শিশির ভেজা কেশ।।


পৌষে পাতা ঝরে, মাঘে কাঁপে ধরা


ফাল্গুনে ফুটে ফুল, চৈত্রে খরা।


শীতের শেষে বসন্তে


নতুন লাগে দেশ।।


[রচনা: জুন ২০০৪, পলাশ, নরসিংদী।নিজের সুর: ফেব্রুয়ারি ২০১৭, মোহাম্মদপুর, ঢাকা ]

গান- ও ভোলা মন জেগে ওঠো

গান- ও ভোলা মন জেগে ওঠো

<ধর্মীয় গান>


ও ভোলা মন জেগে ওঠো


দিন গেলে আর দিন পাবিনা।


মনরে আমার তুমি


ঘুমিয়ে থেকোনা।।


খোদার নামে নামাজ পড়


নবির নামে দুরূদ পড়।


মনে মনে শপথ করো


করবেনা গুনাহ্।।


নিজের ঈমান পাকা করো


সত্য পথে বৈঠা ধরো।


খুলে দিলে বুকের পাল


আর কি ভাবনা।।


[রচনা: ০৩ ফেব্রুয়ারি ১৯৯৪, পলাশ, নরসিংদী ]